• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ছবি : বাংলাদেশের খবর

দুর্ঘটনা

কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি 
  • প্রকাশিত ২৩ ফেব্রুয়ারি ২০১৯

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় দাড়িয়ে থাকা একটি গাড়িকে পেছন দিকে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬জন । আজ শনিবার এই দুর্ঘটনাটি ঘটে ।

নিহতরা হলেন- মাইক্রোবাসের যাত্রী চাপাইনবাবগঞ্জ শাখা সুজনের সভাপতি এড সৈয়দ শাহ জামাল ও চালক চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলতাফ হোসেনের ছেলে মো.মোসারফ হোসেন মুসা বলে জানান পুলিশ।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার এসআই কবিরুল হক জানান, চাপাইনবাবগঞ্জ থেকে মাইক্রোবাসটি ঢাকার দিকে যাচ্ছিল। ভোরে মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকার ৪নং ব্রিজের কাছে পৌছলে মাইক্রোবাসটি দাড়িয়ে থাকা একটি গাড়িকে পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুই জন নিহত হয়। আহত হয় আরো ৬জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads