• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
রামপাল বিদ্যুৎকেন্দ্রে  ২ শ্রমিক নিহত

প্রতীকী ছবি

দুর্ঘটনা

রামপাল বিদ্যুৎকেন্দ্রে ২ শ্রমিক নিহত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৭ মার্চ ২০১৯

বাগেরহাট জেলার রামপালে নির্মাণাধীন কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে  কাজ করার সময় ক্যাজিং পাইপের নিচে চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে বিদ্যুৎ কেন্দ্রে পাইলিংয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাগেরহাটের রামপাল উপজেলার আদাবর গ্রামের আসাবুর (৪০) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার নাসির উদ্দিন (২৪)।

এ নিয়ে দুই সপ্তাহের ব্যবধানে বিদ্যুৎ কেন্দ্রে কাজ করার সময় চার শ্রমিক নিহত হলেন।

রামপাল থানার ওসি মো. লুৎফর রহমান জানান, নির্মাণাধীন বিদুৎ কেন্দ্রে শ্রমিকরা পাইলিংয়ের কাজ করছিলেন। হঠাৎ ক্রেনের লক খুলে ক্যাজিংয়ের নিচে চাপা পড়ে দুই শ্রমিক আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানান ওসি।    

নির্মাণাধীন কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক রেজাউল করিম জানান, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলা হয়েছে।

এর আগে ২ মার্চ বিকালে নির্মাণাধীন রামপাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কাজ করার সময় কন্টেইনার চাপা পড়ে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার নায়েব আলী (৪৫) এবং মো. ফিরোজ আলী (৪৯) নামে দুই শ্রমিক নিহত হন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads