• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
কুমিল্লার রাজগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে পুড়েছে ৪০টি দোকান

কুমিল্লার রাজগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে ঘটনায় দোকানের ক্যাশে থাকা নগদ টাকা পুড়ে যায়।

ছবি : সংগৃহীত

দুর্ঘটনা

কুমিল্লার রাজগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে পুড়েছে ৪০টি দোকান

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ মার্চ ২০১৯

কুমিল্লা নগরীর দৈনিক রাজগঞ্জ বাজারে অগ্নিকাণ্ড ৪০টিরও বেশি দোকান পুড়ে গেছে। এতে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীদের দাবি।

গতকালশনিবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কুমিল্লা ফায়ার সার্ভিস বাহিনীর সিনিয়র সহকারী স্টেশন ম্যানেজার আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, রাত পৌনে তিনটায় অগ্নিকা-ের খবর শুনে ঘটনাস্থলে আসেন কুমিল্লা, চান্দিনা, সদর দক্ষিন ও ইপিজেড ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। তিন ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। আগুনে বাজারের কসমেটিক, মনোহারী ও ডিমসহ বিভিন্ন পণ্যের ৪০টিও বেশি পাইকারী দোকান পুড়ে যায়। এছাড়াও অনেক দোকানের ক্যাশে থাকা নগদ টাকাও পুড়েছে। এতে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তাৎক্ষনিকভাবে ব্যাবসায়ীরা দাবি করেছেন। গত দুই দিন ব্যাংক বন্ধ থাকার কারণে ব্যাবসায়ীরা তাদের পণ্যের বিক্রির টাকা দোকানের ক্যাশে রেখেছিলেন।

তিনি আরো জানান, অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads