• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
রাজশাহীতে বাস উল্টে দুই নারীসহ নিহত ৩

ছবি : সংগৃহীত

দুর্ঘটনা

রাজশাহীতে বাস উল্টে দুই নারীসহ নিহত ৩

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০২ মে ২০১৯

রাজশাহীর বাঘা উপজেলায় বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন।

‍আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার মীরগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- বাসের হেলপার বাঘা পৌর এলাকার শমসেরের ছেলে আব্দুল হানিফ (২৭), বাসের যাত্রী ওই উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জ বান্ডাবটতলা গ্রামের মনসুর রহমানের স্ত্রী মনোয়ারা বেগম (৪২) ও একই ইউনিয়নের হরিরামপুর দ্বারপাড়া গ্রামের পিয়ার উদ্দিনের স্ত্রী বাদল বেওয়া (৪৫)।

ওসি মহসিন আলী বলেন, বৃহস্পতিবার সকালে বাঘা বাসস্ট্যান্ড থেকে রাব্বী এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস রাজশাহীর উদ্দেশে রওনা দেয়। পথে মীরগঞ্জ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপারসহ অপর দুই নারীর মৃত্যু হয়। এ ঘটনায় আহতদের উদ্ধার করে বাঘা ও চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। বর্তমানে নিহতদের মরদেহ ও ঘটনা কবলিত বাসটি উদ্ধার উদ্ধারের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads