• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
হাজীগঞ্জে বসতঘর পুড়ে ছাই

ছবি : বাংলাদেশের খবর

দুর্ঘটনা

হাজীগঞ্জে বসতঘর পুড়ে ছাই

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ মে ২০১৯

চাঁদপুরের হাজীগঞ্জে বৈদ্যুতি শর্টসার্কিটে লাগা আগুনে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

হাজীগঞ্জ পৌরসভাধীন ৪নং ওয়ার্ডের কাশারী বাড়ীর মৃত করিম কাশারীর ছেলে মানিক কাশারীর বসতঘরে আজ সোমবার দুপরে বৈদ্যুতি‍ক শর্টসার্কিট থেকে আগুনের সূতপাত ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তরে এর পূর্বেই সম্পূর্ণ ঘর পুড়ে যায়।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার সিদ্দিকুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারানা করা হচ্ছে বৈদ্যুতি শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাইনুদ্দীন, পৌর মেয়র আ স ম মাহবুব উল আলম লিপন।

পৌর মেয়র বলেন, পৌরসভার পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহযোগিতা প্রদান করা হবে।

বিকেলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বসত ঘর পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়ুয়া। তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টিন ও আর্থিক অনুদান প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads