• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
রানওয়ে থেকে ছিটকে পড়ল বাংলাদেশ বিমান, আহত ৪

মিয়ানমারে ইয়াঙ্গুনে বিধ্বস্ত বাংলাদেশ বিমানের এক উড়োজাহাজ

সংগৃহীত ছবি

দুর্ঘটনা

রানওয়ে থেকে ছিটকে পড়ল বাংলাদেশ বিমান, আহত ৪

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৮ মে ২০১৯

মিয়ানমারের ইয়াঙ্গুনে অবতরণের সময় খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনার কবলে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। আজ বুধবার সন্ধ্যায় মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। এতে ৪ যাত্রী আহত হয়েছেন।

ইয়াঙ্গুনে বাংলাদেশ মিশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘দুর্ভাগ্যবশত, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আজ সন্ধ্যায় ঢাকা থেকে ইয়াঙ্গুনে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায়। এ সময় আবহাওয়া ভালো ছিল না।’

উড়োজাহাজটিরও বড় ধরনের ক্ষতি হয়েছে বলে ওই কর্মকর্তা উল্লেখ করেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক বলেন, বিমানের ফ্লাইট বিজি-১৬০ এ মোট ৩২ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে পাইলটসহ ৪ জন আহত হয়েছেন।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানিয়েছেন, ঢাকা থেকে ইয়াঙ্গুনগামী ড্যাশ-৮ উড়োজাহাজের ফ্লাইট বিজি ০৬০ বিকাল ৩টা ৪৫ মিনিটে ঢাকা ত্যাগ করে। ফ্লাইটটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ইয়াঙ্গুনে অবতরণের সময় বৈরি আবহাওয়ার কবলে পড়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads