• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
বাগেরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৬, আহত ১২

ছবি : সংগৃহীত

দুর্ঘটনা

বাগেরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৬, আহত ১২

  • বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ মে ২০১৯

বাগেরহাটর ফকিরহাটে একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ ছয় জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১২ জন।

আজ শনিবার সকাল পৌনে ১০টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন,  চালক খুলনা জেলার রুপসা থানার নৈহাটি গ্রামের মোঃ ফরহাদ হোসেন(৪৬), বাগেরহাট সদর উপজেলার কোদলা গ্রামের হেকমত বিশ্বাস(৪৫) খুলনার কয়রা উপজেলার অর্জুনপুর গ্রামের কুদ্দুস সরদার (৬০)। ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ শেখ এই তথ্য নিশ্চিত করেন।

ঘটনাস্থল থেকে বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাসুদ সরদার জানান, যাত্রীবাহি বাসটি খুলনার রুপসা থেকে গোপালগঞ্জের ঘোনাপাড়া যাচ্ছিল। ঘটনাস্থলে এসে বাসটির সামনের ডান পাশের চাকা খুলে গেলে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে এক পথচারিসহ ৫জন ঘটনাস্থলে নিহত হয়। আহতদের উদ্ধার করে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে সেখানে একজনের মৃত্যু হয়। অপর আহতের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের মধ্যে কয়েজনের অবস্থা আশংকাজনক।

খবর পেয়ে বাগেরহাট ও খুলনার ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে যায় বলে তিনি জানান। নিহতদের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads