• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
দোহারে মোটর সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ ছাত্রের

প্রতীকী ছবি

দুর্ঘটনা

দোহারে মোটর সাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

  • দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ জুন ২০১৯

ঢাকার দোহারে মোটরসাইকেল দুর্ঘটনায় মো.লিয়ন (২১) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাহ্রা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিয়ন নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরার মো.সালামের ছেলে। সে নবাবগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল। দুর্ঘটনায় লিয়নের বন্ধু হাসিব গুরুত্বর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার লিয়ন ও হাসিব বাহ্রা ঘাটে ঘুরতে যায়। সন্ধ্যায় তারা নবাবগঞ্জ ফেরার পথে লিয়ন বেপরোয়াভাবে মোটর সাইকেল চালাছিলেন। ঘাট থেকে একটু সামনে আসার পর তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা খায়। স্থানীয়রা আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিয়নকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে দোহার থানার পুলিশ।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, বেপরোয়া গতিতে চালানোর কারণে দুর্ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় কোনো মামলা হয়নি। ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads