• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
সেনবাগের ছাতারপাইয়ায় অগ্নিকান্ড, মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই

ছবি : বাংলাদেশের খবর

দুর্ঘটনা

সেনবাগের ছাতারপাইয়ায় অগ্নিকান্ড, মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই

  • সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ জুন ২০১৯

নোয়াখালীর সেনবাগে ছাতারপাইয়া ইউনিয়নের চিলাদী গ্রামে ভবয়াবহ অগ্নিকান্ডে একটি বসতঘর পুড়ে সম্পূর্ন ছাই ও অপর একটি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে প্রায় ৪ লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থ পরিবারটির। ওই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে শনিবার ভোর তিনটার দিকে চিলাদী গ্রামের বীরমুক্তিযোদ্ধা প্রবাসী মফিজ উল্যাহ বসতঘরে। 

স্থানীয় এলাকাবাসী জানান, রাত ৩টায় দিকে বীরমুক্তিযোদ্বা প্রবাসী মজি উল্যাহর বসত ঘরে হঠাৎই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এ সময় পরিবারের সকল সদস্য জীবন বাঁচিয়ে বের হতে পারলেও ঘরে রক্ষিত সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনের লেলিহান শিখা দেখে ও বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পানিয়ে ছিটিয়ে আগুন নিয়ন্ত্রন আনে। কিন্তু ততক্ষতে বাড়ির অপর একটি ঘরের আংশিক ভস্মিভূত হয়।

মফিজ উল্যাহ ছেলে রাসেল জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই অগ্নিকান্ডটি সূত্রপাত হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads