• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রে বয়লার থেকে পড়ে  নিহত ১

পায়রা তাপ বিদ্যুত কেন্দ্র

ছবি : সংগৃহীত

দুর্ঘটনা

পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রে বয়লার থেকে পড়ে  নিহত ১

  • কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ জুন ২০১৯

পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রে বয়লার থেকে নিচে পড়ে সাবিন্দ্র দাস (৩২) এক বাঙালী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে লাশ গুমের চেষ্টার গুজবের খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শ্রমিকরা হামলে পড়ে

আজ মঙ্গলবার বিকেল তিনটা থেকে অন্তত ছয় হাজার বাঙালী শ্রমিক তিন সহস্রাধিক চায়নিজ শ্রমিক-কর্মকর্তা-কর্মচারীসহ বিসিপিসিএলএর কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে। তাপ বিদ্যুত কেন্দ্রের নিয়োজিত পুলিশ, কলাপাড়া থানার পুলিশসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

এসময় পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে নির্মানাধীন পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুত কেন্দ্র অভ্যন্তরে হাজার হাজার বাঙালী শ্রমিকরা হামলা, ভাংচুরসহ ব্যাপক তাণ্ডব চালিয়েছে।  

জানা গেছে, ধানখালীর কাজল এন্টার প্রাইজের নিযুক্ত শ্রমিক সাবিন্দ্র দাস এ বছরের ১৪ মে থেকে বিদ্যুত প্লান্টে কাজ করে আসছিল। নিহত সাবিন্দ্রের বাবার নাম নগেন্দ্র দাস।

বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়। বিসিপিসিএল এর প্রশাসনিক কর্মকর্তা শাহমনি জিকো জানান, ক্ষুব্ধ শ্রমিকরা গুজবের কারণে উত্তেজিত হয়ে ক্যান্টিনে, অফিসে, প্রশিক্ষণ কেন্দ্রে ও ওয়েল্ডারে হামলা-ভাংচুর চালায়। এখনও হামলার শঙ্কায় রয়েছেন এ কর্মকর্তা।

কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads