• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
বায়তুল মোকাররম মসজিদ মার্কেটে আগুন

ছবি : সংগৃহীত

দুর্ঘটনা

বায়তুল মোকাররম মসজিদ মার্কেটে আগুন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২০ জুন ২০১৯

রাজধানীর পল্টনে বায়তুল মোকাররম মসজিদ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে দুপুর ১২টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের নিচতলায় মার্কেটে হঠাৎ আগুন লাগে। আগুনের সূত্রপাত জেনারেটর রুম থেকে। আগুন লাগার পরই ধোঁয়ায় চারদিক অন্ধকার হয়ে যায়। দোকানিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের সহায়তা করেন দোকানিরা। সম্মিলিত প্রচেষ্টায় ১২টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের অপারেটর জিয়াউর রহমান আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads