• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
তিন ঘণ্টা পর কুমিল্লা ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে

ছবি: বাংলাদেশের খবর

দুর্ঘটনা

তিন ঘণ্টা পর কুমিল্লা ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে

  • কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশিত ২২ জুন ২০১৯

কুমিল্লার ইপিজেডের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। আজ শনিবার সকাল ৯টায় ইপিজেডের ইটাশিয়া ইন্টারলাইনিং লিমিটেড নামে একটি কারখানায় আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক প্রান্ত নাথ সাহা বলেন, কারখানার ভিতরে আগুন নিয়ন্ত্রণে। তবে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। এখনও কোনো হতাহতের খবর আমরা পাইনি। অগ্নিকাণ্ডের ঘটনার পর কুমিল্লা ইপিজেডের ফায়ার সার্ভিসের সদস্যরা নিয়ন্ত্রণে কাজ শুরু করেছিল। তারপর এক এক করে সাতটা ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

তিনি বলেন, ধোঁয়া কমে আসলে আমরা ভিতরে প্রবেশ করবো। এর আগে হতাহতের কথা বলা যাচ্ছে না। এছাড়া আগুনের সূত্রপাত এবং অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি বলে ওই কর্মকর্তা জানান।     

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads