• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
বগুড়ায় ট্রাক উল্টে নিহত ১

বগুড়া ম্যাপ

দুর্ঘটনা

বগুড়ায় ট্রাক উল্টে নিহত ১

  • বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ জুলাই ২০১৯

বগুড়ায় ট্রাক উল্টে চায়না কোম্পানীর প্রতিনিধি রুহুল আমিন (৩০) নিহত হয়েছে।

আজ বুধবার বিকেলে বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়ার বাজারদীঘি তেলীগাড়ী নামক স্থানে চায়না কোম্পানীর একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। দুপচাঁচিয়া থানার এসআই হামিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত রুহুল আমিন ব্রাক্ষ্মনবাড়িয়া জেলার আখাউড়া থানার চাঁনপুর গ্রামের ফজু মিয়ার ছেলে।

পত্যক্ষদর্শীরা জানায়, বাসটি সান্তাহার থেকে বগুড়া যাচ্ছিল। যাবার পথে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ওই কোম্পানীর প্রতিনিধি রুহুল আমিন(৩০) নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত রুহুল আমিনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এসআই হামিদুল ইসলাম জানান, চায়না কোম্পানীর ব্যাটারী নিয়ে নারায়নগঞ্জের মদনপুর থেকে ট্রাকটি প্রকৃতপক্ষে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে যাবার কথা ছিল। কিন্তু কি কারণে ট্রাকটি সান্তাহার গিয়েছিল তা বোধগম্য নয়। তবে কোম্পানীর লোকজন আসলে এর প্রকৃত রহস্য উদঘাটিত হবে।

তিনি আরো জানান, নিহতের আত্মীয় স্বজন থানায় আসলে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads