• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
সাতক্ষীরায় ভ্যানের ব্যাটারি বিস্ফোরণ : ৫ লক্ষাধিক টাকার ক্ষতি

ভ্যানের ব্যাটারি বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ড, পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি

দুর্ঘটনা

সাতক্ষীরায় ভ্যানের ব্যাটারি বিস্ফোরণ : ৫ লক্ষাধিক টাকার ক্ষতি

  • সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ জুলাই ২০১৯

সাতক্ষীরায় কালিগঞ্জ উপজেলায় ভ্যানের ব্যাটারি বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

গতকাল শনিবার (৬ জুলাই) দিবাগত রাতে ৩ টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীধরকাঠি গ্রামের শেখ আলাউদ্দীনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

আছিয়া লুৎফর প্রিপারেটরি স্খুলের ভ্যান চালক শেখ শাহাজাহান আলী জানান, শ্রীধরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলাউদ্দীনের বাড়ির প্রাচীরের মধ্যে তার মটরচালিত ভ্যান চার্জ দেন। ওই রাতে চার্জে দেওয়া ভ্যানের ব্যাটারি বিস্ফোরিত হয়ে শেখ আলাউদ্দীনের গোলা ভর্তি ধান, কাঠঘর, মেশিনঘর, পৃথক ৩টি ধানের গোলাসহ গৃহস্থলির প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিসে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা। এতে প্রায় ৫ লক্ষধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads