• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
শ্রীপুরে টেক্সটাইল মিলে গ্যাস লাইন বিস্ফোরণ : আহত ১০

শ্রীপুরে টেক্সটাইল মিলে গ্যাস লাইন বিস্ফোরণ

সংগৃহীত ছবি

দুর্ঘটনা

শ্রীপুরে টেক্সটাইল মিলে গ্যাস লাইন বিস্ফোরণ : আহত ১০

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ জুলাই ২০১৯

গাজীপুরের শ্রীপুরে এক টেক্সটাইল মিলে জেনারেটর রুমে গ্যাস লাইল বিস্ফোরনে অন্তত ১০ শ্রমিক আহত হয়েছে। গুরুতর আহত চার শ্রমিকরে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল শুক্রবার রাত পনে দশটার দিকে মাওনা ইউনিয়নের মাওনা উত্তর পাড়া এলাকায় জাবরা টেক্সটাইল মিলে এ ঘটনা ঘটে। 

আহতরা হলো সিদ্দিক মিয়া (২৮) মিজানুর রহমান (২৫) সজিব মিয়া (২৫) খলিলুর রহমান (২৫) ও হাফিজুর রহমান (৩৪)সহ অন্তত ১০ জন।

প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, রাত পনে দশটার দিকে কারখানার জেনারেটর গ্যাস লাইনে ছিদ্র হয়ে জেনারেটর রুমে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় ওই রুমে অন্তত ১৫-২০ জন শ্রমিক বিভিন্ন কাজে ব্যস্থ ছিল। বিস্ফোরণেই আগুন লেগে যায় রুমে থাকা বিভিন্ন মালামালে। বিকট শব্দে জেনারেটর রুমের দরজা জানালা ভেঙে যায়। অল্প কিছুক্ষণের মধ্যেই শ্রমিকরা নিজস্ব ব্যবস্থায় আগুন নিভিয়ে ফেলে। এ সময় কয়েক শ্রমিক দগ্ধও হয়। পরে দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় আলহেরা ক্লিনিকে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত ৪ শ্রমিককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক কর্মকর্তা জানান, আহতদের মধ্যে দুইজন আশঙ্কাজনক ছিল। খবর পেয়ে সংবাদ কর্মীরা কারখানায় প্রবেশ করতে চাইলে কর্তৃপক্ষের নির্দেশে নিরাপত্তাকর্মীরা তাদের প্রবেশ করতে দেয়নি। এ সময় পুলিশকেও প্রবেশে বাধা দেওয়া হয়। এক সময় পুলিশের সাথে নিরাপত্তাকর্মীদের বাকবিতণ্ডা হয়। পরে স্থানীয় সাংসদ প্রবেশের সময় তার সাথে পুলিশ কারখানায় প্রবেশ করে। নিরাপত্তাকর্মীরা পুলিশ ও সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা দেওয়াই তাদের মাঝে অসন্তোষ দেখা দেয়।

এ বিষয়ে কারখানার কোনো কর্মকর্তা বক্তব্য দিতে রাজি হয়নি।

শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাম প্রাসাদ জানান, বিস্ফোরণে সামান্য আগুনের সূত্রপাত হয়। পরে কারখানার নিজস্ব ব্যবস্থায় আগুন নিভিয়ে ফেলে শ্রমিকরা। এ সময় কয়েক শ্রমিক আহত হয়েছে। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads