• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
বাড়ি ফেরা হলো না রাকিবের

ছবি : বাংলাদেশের খবর

দুর্ঘটনা

বাড়ি ফেরা হলো না রাকিবের

  • দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ জুলাই ২০১৯

স্বপ্ন ছিলো বড় হয়ে দরিদ্র পরিবারের হাল ধরে মা বাবাকে সুখে রাখার। এই স্বপ্ন দিয়ে এই লেখাপড়া শুরু করে নেত্রকোনার দুর্গাপুরের নোয়াপাড়া গ্রামের মেধাবী ছাত্র রাকিব হাসান (১৫)। হতদরিদ্র এক পরিবারে ২ ভাই। বড় ভাই দুর্গাপুর মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীতে আর রাকিব কৃষ্ণেরচর উচ্চ বিদ্যালয় ৮ম শ্রেণীতে অধ্যায়নরত। বাবা রিকশাচালক আঃ খালেক ম‍ুন্সী খেয়ে না খেয়ে কোনো রকমে দুই ছেলের পড়ালেখার খরচ চালিয়ে আসছিলেন । বাবাও স্বপ্ন ছেলেরা মানুষের মত মানুষ হয়ে দেশের সেবা করবে এক দিন।

কিন্তু এই স্বপ্ন যেনো স্বপ্নই থেকে গেলো। বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় থেমে গেলো স্কুল ছাত্র রাকিবের দেশ সেবার স্বপ্ন। আজ সোমবার সকালে উপজেলার বিরিশিরি ইউনিয়নের নোয়াপাড়া এলাকার দুর্গাপুর-শ্যামগঞ্জ মহাসড়কের পাশের খালের পানিতে পড়ে নিহত হয় রাকিব।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, প্রতিদিন দিনের মত সকালে বিদ্যালয় থেকে প্রাইভেট পড়ে সহপাঠীদের সাথে বাসায় ফেরা ছিলো রাকিব । এই সময় নোয়াপাড়ায় আসলে দুর্গাপুরগামী বেপরোয়া গতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি যাত্রী বিআরটিসি বাসকে ধাক্কা নিয়ে রাস্তা পাশে থাকা পথচারী স্কুল ছাত্র দিয়ে খালের পানিতে গিয়ে পড়ে । স্থানীয়রা দ্রুত পানি নেমে নিখোঁজ ছাত্রকে খোঁজাখুঁজি করে না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে দুর্গাপুর ফায়ার সার্ভিস ও ময়মনসিংহ একটি ডুবরি কয়েক ঘন্টায় চেষ্টায় দুপুরে মরদেহটি উদ্ধার করে।

ছেলের মৃত্যুর শুনে দিশেহারা হয়ে পরেন রিকশাচালক বাবা আঃ খালেক মুন্সী। ছেলের মরদেহ দেখে সইতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে খালেক মুন্সী। পরে স্থানীয়রা তাকে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এই দিকে খবর শুনে দ্রুত ঘটনা স্থলে গিয়ে উদ্ধার কাজের তদারকি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরজানা খানম।

দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান জানায়, এব্যাপারে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া মাত্রই আইনি ব্যবস্থা গ্রহণ করবো। আর মরদেহ পরিবারের সদস্যাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads