• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
কালিয়াকৈরে নদীতে নিখোঁজ কলেজ ছাত্রের খোঁজ মেলেনি দুই দিনেও

প্রতীকী ছবি

দুর্ঘটনা

কালিয়াকৈরে নদীতে নিখোঁজ কলেজ ছাত্রের খোঁজ মেলেনি দুই দিনেও

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ জুলাই ২০১৯

গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদীর ডুবাইল বিল নামক স্থানে রোববার দুপুরে পানিতে ডুবে নিখোঁজ হয়েছে ভাওয়াল বদরে আলম সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের এক ছাত্রের। নদীতে ডুবে যাওয়ার দুই দিন অতিবাহিত হলেও ওই কলেজ ছাত্রের লাশের খোজ মেলেনি।

নিহত হলেন, গাজীপুর জেলার কোনাবাড়ী দেউলিয়াবাড়ি আঞ্জুমান পেট্রোল পাম্প এলাকার রবি মিয়ার ছেলে রুবেল (২৪)।

ফায়ার সার্ভিস ও নিহতের বন্ধু নওশাদ সূত্রে জানা গেছে, গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারী বিশ্ববিদ্যাল কলেজের ১৩ জন বন্ধু মিলে রোববার কালিয়াকৈর উপজেলার মকশ বিলে বেড়ানোর উদ্দেশ্যে সেলু নৌকা নিয়ে বের হয়। এ সময় তুরাগ নদীর ডুবাইল এলাকায় সাতাঁর কাটতে রুবেল ও তার অপর বন্ধু শাহান ঝাঁপ দেয়। তার সঙ্গে থাকা বন্ধুরা তাদের বাঁধা দিলেও তারা বাধা উপেক্ষা করে নদীতে ঝাঁপ দেয়। প্রায় ১০ মিনিট সাতার কাটার পর তারা দুই বন্ধু ক্লান্ত হয়ে পরে এবং পানিতে তলিয়ে যেতে থাকে। সেলুতে থাকা অপর বন্ধুরা তাদের উদ্ধারের জন্য এগিয়ে গিয়ে শাহানকে তারা উদ্ধার করতে পারলেও রুবেল অন্য একটি  নৌকা তার দিকে আসতে দেখে পানিতে ডুব দেয়। কিন্তু সে আর পানির উপরে উঠতে পারেনি। এ সয়ম রুবেলের বন্ধুরা ৯৯৯এ কল দিয়ে সাহায্যের আবেদন করেন।

খবর পেয়ে কালিয়াকৈর উপজেলা ফায়ার সার্ভিসের ডুবুরিরা রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করেও ওই কলেজ ছাত্র রুবেলের লাশ উদ্ধার করতে পারেনি।

এ ব্যাপারে কালিয়াকৈর উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, প্রায় ৮ ঘণ্টা সময় ধরে চেষ্টা চালানো হলেও লাশের সন্ধান এখনো পাওয়া যায়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads