• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
কুলাউড়ায় ২৪ ঘন্টার মধ্যে ফের কালনী ট্রেন লাইনচ্যুত

ছবি : সংগৃহীত

দুর্ঘটনা

কুলাউড়ায় ২৪ ঘন্টার মধ্যে ফের কালনী ট্রেন লাইনচ্যুত

  • কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ২০ জুলাই ২০১৯

কুলাউড়া জংশন স্টেশনের একই স্থানে ২৪ ঘন্টার মধ্যে ফের সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কেউ হতাহত হয়নি কিংবা ট্রেন চলাচল বিঘ্নিত হয়নি।

আজ শনিবার সকাল ৯টায় আন্ত:নগর কালনী এক্সপ্রেস ট্রেনের পেছনের পরিচালকের বগি ‘ঞ’ লাইনচ্যুত হয়ে দুর্ঘটনা কবলিত হয়। প্রায় দেড় ঘন্টা পর দুর্ঘটনাকবলিত বগি উদ্ধার করে কুলাউড়া রেলওয়ে জংশনে স্টেশনে রেখে ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে বলে স্টেশন মাস্টার মুহিব উদ্দিন নিশ্চিত করেন।

জানা যায়, শনিবার সকাল ৭টা ৪০ মিনিটে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর কালনী এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টায় কুলাউড়া রেলওয়ে স্টেশনে প্রবেশকালে উত্তর পার্শ্বে ‘ঞ’ বগি লাইচ্যুত হয়। এসময় বিকট শব্দ হলে ট্রেনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে হয়ে পড়েন। ট্রেন থামার পূর্ব মুহুর্ত হওয়ায় গতি ছিলো কম, ফলে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

কুলাউড়া স্টেশন মাস্টার মো. মুহিব উদ্দিন জানান, লাইনচ্যুত বগিটি রেখে সকাল ১১ টা নাগাদ ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

এব্যাপারে এসএসআই সিগন্যাল মো. হুমায়ুন কবির পাটোয়ারী দুর্ঘটনার কারণ সম্পর্কে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শুক্রবার জয়ন্তিকা যেভাবে দুর্ঘটনা কবলিত হয়েছিলো একইভাবে এবং একই হিলব্লক ছুটে কালনী এক্সপ্রেস দুর্ঘটনা কবলিত হয়। তবে তদন্ত সাপেক্ষে বাকিটা নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads