• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
টাঙ্গাইলে ট্রাক রেল লাইনে, তিন ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

ছবি : বাংলাদেশের খবর

দুর্ঘটনা

টাঙ্গাইলে ট্রাক রেল লাইনে, তিন ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

  • কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি 
  • প্রকাশিত ২৫ জুলাই ২০১৯

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় মালবাহী ট্রাক (ঢাকা মে‌ট্রো-উ ১৪-৩২০২) নিয়ন্ত্রন হারিয়ে রেল লাইনে উঠে পড়ায় ঢাকা-উত্তরবঙ্গ রেল চলাচল তিন ঘন্টা বন্ধ ছিল। প‌রে ট্রাক‌টি সরা‌নোর পর বঙ্গবন্ধু সেতুপূর্ব-ঢাকা রেললাই‌নে ট্রেন চলাচল শুরু হয়।

আজ বৃহস্প‌তিবার সকাল সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। এ‌তে রেল লাই‌নের স্লীপার ক্ষ‌তিগ্রস্থ হওয়ায় ঘন্টায় ১০ কি‌লো‌মিটার গ‌তি‌তে ট্রেন চলাচল কর‌ছে। 

বঙ্গবন্ধুসেতু পূর্ব স্টেশন ইনচার্জ মাসুম আলী খান জানান, ট্রাক‌টি রেললাই‌নের ওপর উ‌ঠে পড়ায় ২০ফুট অং‌শে স্লীপার ক্ষ‌তিগ্রস্থ হয়। এ‌তে দুই স্থা‌নের স্লীপার স‌রে গি‌য়ে‌ছিল। প‌রে রেকার দি‌য়ে প্রাথ‌মিকভা‌বে স্লীপার মেরামত করা হয়। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ মোশারফ হোসেন বলেন, সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী আনোয়ার সিমেন্ট সীট বোঝাই একটি ট্রাক কালিহাতীর সল্লা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রেল লাইনের উপর উঠে যায়। এতে রেল লাইন কিছুটা ক্ষতিগ্রস্থ হয়। এ‌তে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ তিনঘন্টা বন্ধ থা‌কে। এসময় বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন এলাকায় দুটি ট্রেন আটকা পড়ে। প‌রে ট্রাক‌টি উদ্ধার কাজ শে‌ষে সকাল সা‌ড়ে নয়টার দি‌কে ওই রেললাইন দি‌য়ে ট্রেন চলাচল শুরু হয়। এ‌তে রেললাইন দি‌য়ে ঘন্টায় ১০ কি‌লো‌মিটার গ‌তি‌তে ট্রেন চলাচল কর‌ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads