• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
সীতাকুণ্ডে শীপব্রেকিং ইয়ার্ডে নিহত-৩

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

প্রতীকী ছবি

দুর্ঘটনা

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

সীতাকুণ্ডে শীপব্রেকিং ইয়ার্ডে নিহত-৩

আহত-৪

  • সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ জুলাই ২০১৯


 চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে সিলিন্ডার বিস্ফোরণে ৩জন নিহত ও ৪জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

আহ বুধবার দুপুর ২টায় শীতলপুর এলাকায় মাষ্টার কাশেমের মালিকানাধীন ম্যাক কর্পোরেশন নামক শীপব্রেকিং ইয়ার্ডে এই দূর্ঘটনা ঘটে এব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ওসি(তদন্ত) মোঃ শামীম শেখ ঘটনার সত্যতা স্বীকার করেন।

নিহতরা হলেন পিরোজপুর জেলার ভান্ডারিয়া এলাকার আমজাদ ব্যাপারীর ছেলে নান্টু ব্যাপারী(২৪),একই এলাকার জাফর মাতব্বরের ছেলে মোঃ রাসেল(২৪) এবং কুড়িগ্রাম জেলার খুরুরীপুর এলাকার আবু তালেবের ছেলে মোঃ ছবিউল হোসেন (২৫)।

জানা যায়, পুরাতন জাহাজের মালামাল খুলতে গিয়ে পাম্প হাউজের ভিতর থাকা একটি গ্যাস সিলিন্ডার প্রথমে লিক হয় এবং পরবর্তীতে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ৭জন গুরুতর আহত হলে তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়ার পথে ৩জন নিহত হয়।  আহতদের নাম জানা যায়নি তবে এদের মধ্যে ২জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।

ওসি (তদন্ত) মোঃ শামীম শেখ জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতদের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads