• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ফেনীর লেমুয়ায় পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৭

ছবি : সংগৃহীত

দুর্ঘটনা

ফেনীর লেমুয়ায় পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৭

  • ফেনী প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ আগস্ট ২০১৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়া সদর এলাকায় কক্সবাজারগামী একটি পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৫ জন। 

আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের লেমুয়া ব্রিজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহত ১২জন ফেনী সদর হাসাপাতালে ও মূমূর্ষ অবস্থায় ১০ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে ২ জনের পরিচয় হলো- শাহাদাত হোসেন (৩০) ও সুজন মিয়া (৪০)। শাহাদাতের বাড়ি ফেনীর ছাগলনাইয়ায় আর সুজনের বাড়ি বিক্রমপুর।

জানা যায়, ঈদের ছুটিতে কক্সবাজার বেড়াতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী প্রাইম প্লাস পরিবহণের (ঢাকা মেট্রো-ব- ১৪-৭৫৭৮) বাসটি মহাসড়কের লেমুয়া ব্রিজ সংলগ্ন এলাকায় গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে ৭ জন নিহত ও আরও ২৫ জন গুরুতর আহত হন।  বাসটি পিকনিকের জন্য ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল।

ফেনী মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহজাহান খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads