• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
সারা দেশে সড়কে  ঝরল ১৭ প্রাণ

ছবি : সংগ‍ৃহীত

দুর্ঘটনা

সারা দেশে সড়কে ঝরল ১৭ প্রাণ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৯ আগস্ট ২০১৯

ঈদুল আজহার ফিরতি যাত্রা শেষ হয়ে গেলেও রেশ রয়ে গেছে খানিক। এমন সময়ে গতকাল রোববার সারা দেশের সড়কে ঝরেছে ১৭ প্রাণ। এর মাঝে কুমিল্লার লালমাই উপজেলায় বাসের সঙ্গে মাইক্রোবাস এবং একটি অটোরিকশার সংঘর্ষে আটজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গতকাল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দুজন; যারা গত শনিবার সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর—

কুমিল্লায় তিন বাহনের সংঘর্ষে নিহত ৮ : কুমিল্লার লালমাই উপজেলায় বাসের সঙ্গে মাইক্রোবাস এবং অটোরিকশার সংঘর্ষে আটজনের মৃত্যু হয়েছে। বেলা সোয়া ১২টার দিকে উপজেলার বাগমারা জামতলী বাজার এলাকায় কুমিল্লা-নোয়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জেলার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান।

লালমাই থানার ওসি বদরুল আলম তালুকদার বলেন, নিহতরা সবাই আটোরিকশার আরোহী ছিলেন। তাদের মধ্যে ছয়জন একই পরিবারের সদস্য।

নিহতরা হলেন কুমিল্লা নগরীর গোয়ালপট্টি এলাকার বন্দন হোটেলের মালিক নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের ঘোড়া ময়দান গ্রামের জসিম উদ্দিন (৪৫), জসিমের স্ত্রী সেলিনা বেগম (৪০), জসিমের মা সকিনা বেগম (৭০), জসিমের বড় ছেলে শিপন (২৩), মেজো ছেলে হূদয় হোসেন (১৫), মেয়ে নিপু আক্তার (১৩), জসিমের হোটেল কর্মচারী সায়মুন (১৫) এবং অটোরিকশাচালক জামাল হোসেন (৩৫)। জসিমের ছোট ছেলে রিফাতকে (৮) গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান ওসি।

লালমাই থানার ওসি বলেন, এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান পরিবারের কর্তা জসিম উদ্দিন। সেখান থেকেই তার মরদেহ বাড়িতে নিয়ে যান স্বজনরা।

ময়মনসিংহে পৃথক দুর্ঘটনায় নিহত ২ : ময়মনসিংহের ফুলপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরো চারজন। দুপুরে উপজেলার হোসেনপুর এলাকায় এবং সকালে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। 

নিহতরা হলেন শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার পলাশিয়া গ্রামের সায়েম আহম্মেদ (১৫) ও উপজেলার পাতিলগাঁও গ্রামের আবদুল রশিদের স্ত্রী রেজিয়া খাতুন (৫৫)। আহতরা হলেন সায়েমের বাবা দুদু মিয়া (৪৫), মা মনিরা বেগম (৪০), বোন মাফিয়া বেগম (৫) ও গায়রাকান্দা গ্রামের সুনিল সাহা (৪০)। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত : গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের ধাক্কায় নুরুল মোড়ল (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাগদি ইউনিয়নের ডোমরাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল মোড়ল ডোমরাকান্দি এলাকার বাসিন্দা।

টাঙ্গাইলে ওয়ার্কশপ কর্মচারী নিহত : টাঙ্গাইলে সদর উপজেলার গাড়িচাপায় এক ওয়ার্কশপ কর্মচারী নিহত হয়েছেন। সকাল ৯টার দিকে উপজেলার আশেকপুর এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহত আলামিন (২০) সদর উপজেলার দুরুন এলাকার আলম মিয়ার ছেলে। তিনি আশেকপুরে একটি দোকানে ওয়ার্কশপের কর্মচারী ছিলেন।

লক্ষ্মীপুরে কলেজছাত্রের মৃত্যু : লক্ষ্মীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনে পড়ে এক কলেজছাত্র নিহত হয়েছেন। সকালে শহরের জেবি রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি এ কে এম আজিজুর রহমান মিয়া জানান। নিহত ইব্রাহিম খলিল লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার বাবুল মিয়ার ছেলে এবং স্থানীয় দালাল বাজার ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

সাতক্ষীরায় যুবক নিহত : সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাগর হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার বন্ধু রহমত আলী। বিকাল ৫টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সাগর সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামের হাফি সরদারের ছেলে এবং আহত আলী একই গ্রামের আনারুদ্দিনের ছেলে।

চট্টগ্রামে কার-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১, আহত ৯ : চট্টগ্রামের লোহাগাড়ায় প্রাইভেটকার ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৯ জন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চুনতি মিডওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মান্নানের (৬০) বাড়ি বান্দরবানের লামায়। আহতরা হলেন চকরিয়ার উত্তর হারবাং এলাকার আবু শমসের ছেলে মো. রাসেল (১৯), লামার আজিজনগর এলাকার আবদুল খালেকের মেয়ে রোমানা আক্তার (১৮), তার বোন মাছুমা আক্তার (১৭), একই এলাকার আকবর আহমেদের ছেলে মো. মামুন (২২), আবুল হোসেনের ছেলে নুরুল কবির (৩২), নুরুল আলমের ছেলে কাউসার (২১), কবির আহমেদের ছেলে আবদুল খালেক (২৪), ফরিদুল ইসলামের ছেলে সাহাবউদ্দিন (২১) ও জালাল আহমেদের ছেলে মো. মানিক মিয়া (৬০)।

বরিশালে স্কুলছাত্র নিহত : বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় আহত লিমন মুন্সী (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে গতকাল তার মরদেহ স্বজনরা বুঝে নিয়েছেন। এর আগে গত শনিবার সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার সুন্দরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিমন উপজেলার খাঞ্জাপুর পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্র ও ভুরঘাটা গ্রামের নুরুল ইসলাম মুন্সীর ছেলে।

চাঁদপুরে আহত বৃদ্ধের মৃত্যু : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মধ্যবড়কুল এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধ মো. আলীর (৭০) মৃত্যু হয়েছে। গত শনিবার বিকালে নাতনির বাড়ি থেকে দাওয়াত খেয়ে আসার সময় সিএনজিচালিত অটোরিকশা উল্টে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আলী ছাড়াও আরো ৫ জন আহত হন।

শনিবার দিবাগত রাতে বৃদ্ধ আলীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি উপজেলার মধ্যবড়কুল মসজিদ বাড়ির বাসিন্দা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads