• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
শ্রীপুরে বজ্রপাতে বসতঘর ভস্মীভূত

ছবি: বাংলাদেশের খবর

দুর্ঘটনা

শ্রীপুরে বজ্রপাতে বসতঘর ভস্মীভূত

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০২ সেপ্টেম্বর ২০১৯

গাজীপুরের শ্রীপুরে বজ্রপাতে গ্যাস রাইজারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। রোববার মধ্যরাতে পৌসভার কেওয়া গারো পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অপর দিকে ওই রাতেই বরমী ইউনিয়নের তাঁতি সুতা এলাকায় বজ্রপাতে একটি বাড়ির বসতঘর ভস্মীভূত হয়েছে।   তবে কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছেন শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রামপ্রসাদ পাল।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল জানান, গত রাত ১টার দিকে পৌর এলাকার গারো এলাকায় আনসার শিকদারের বাড়ির পাশে বজ্রপাতে গ্যাসের রাইজারের মধ্যে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি। অপর দিকে তাতি সুতা এলাকায় একটি বসতঘর পুড়ে গেছে বজ্রপাতের আগুনে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলে তিনি নিশ্চিত করেন।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামছুল আরেফিন জানান, বজ্রপাতের ঘটনায় ক্ষতিগ্রস্তদের বিষয়ে খোঁজ নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads