• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
গাজীপুরে রেস্তোরায় বিস্ফেরণে দগ্ধ ১৭

ছবি : সংগৃহীত

দুর্ঘটনা

গাজীপুরে রেস্তোরায় বিস্ফেরণে দগ্ধ ১৭

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৮ সেপ্টেম্বর ২০১৯

গাজীপুর মহানগরীর বোর্ড বাজার এলাকার এক রেস্তোরায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ১৭ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে ১৫ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আজ শনিবার রাত দুইটার দিকে বোর্ড বাজারের বাংলার রাঁধুনি ও তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এই ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারি পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, রাত দুইটার দিকে বোর্ড বাজারের বাংলার রাঁধুনি ও তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে বাংলার রাঁধুনি রেস্টুরেন্টটি ও এর পার্শ্ববর্তী তৃপ্তি হোটেলের একাংশ ধ্বসে যায় ও চূর্ণবিচূর্ণ হয়। এতে অন্তত ১৭ জন দগ্ধ হন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

তিনি আরো জানান, তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। সেখান থেকে ১৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্য দুই জনকে ওই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গ্যাস সিলিন্ডার থেকে দুর্ঘটনাটি ঘটেছে কিনা তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads