• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
কালিয়াকৈরে ট্রাক উল্টে হেলপার নিহত

ইট ভর্তি একটি ট্রাক উল্টে মৎস্য খামারে পড়ে হেলপারের মৃত্যু হয়েছে।

ছবি : বাংলাদেশের খবর

দুর্ঘটনা

কালিয়াকৈরে ট্রাক উল্টে হেলপার নিহত

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ সেপ্টেম্বর ২০১৯

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জালুয়ভিটি এলাকায় ইট ভর্তি একটি ট্রাক উল্টে মৎস্য খামারে পড়ে এক হেলপারের মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার সন্ধায় উপজেলার জালুয়াভিটি এলাকার পদ্মীবিল সামের এক মৎস্য খামারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহ আলম (৩০) নেত্রকোনার ইটনা উপজেলার এলোংজুড়ি গ্রামের রহিম উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জালুয়াভিটি এলাকার সফিউদ্দিনের ইটভাটা থেকে ইট বোঝাই করে ট্রাকটি চালকসহ চারজন পদ্মীবিল মৎস্য খামারের সড়ক দিয়ে যাওয়ার পথে খামারের পাড় ভেঙ্গে ট্রাকটি উল্টে খামারের পানিতে ডুবে যায়। চালকসহ অন্য তিন জন ট্রাক থেকে বের হয়ে আসলে শাহ আলম বের হতে ব্যর্থ হয়। স্থানীয়রা শাহ আলমকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয় । খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করেন।

মৌচাক ফাড়ির ইনচার্জ মোঃ মনির হোসেন জানান, কোন অভিযোগ না থাকায় লাশটি গত রাতেই পরিবারে নিকট হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads