• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
নৌ-দুর্ঘটনায় নিখোঁজের ১২ ঘন্টা পর গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার

কলমাকান্দায় দুটি ট্রলারের সংঘর্ষে নিখোঁজ গরু ব্যবসায়ী মোশাররফ হোসেনের উদ্ধারকৃত লাশ

প্রতিনিধির পাঠানো ছবি

দুর্ঘটনা

নৌ-দুর্ঘটনায় নিখোঁজের ১২ ঘন্টা পর গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার

  • নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ অক্টোবর ২০১৯

নেত্রকোনা কলমাকান্দায় নৌ-দুর্ঘটনায় নিখোঁজ হওয়ার ১২ ঘন্টা পর মোশাররফ হোসেনের (৩৫) নামের এক গরু ব্যবসায়ী লাশ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার (৬ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার রংছাতি ইউনিয়নের পাচগাঁও বাজারে মহিষখোলা নদীর গাড়ীঘাট (মরা ছড়া) এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মোশাররফ হোসেন একই ইউনিয়নের তেরতোপা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মোশারফ হোসেন পাশ্ববর্তী সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা থেকে ব্যাবসায়ি কাজ করে ট্রলারযোগে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে শনিবার রাত ১০ টায় মহিষখোলা নদীর গাড়ীঘাট এলাকায় আসার পর তাদের ট্রলারের সঙ্গে অপরদিক থেকে আসা অপর একটি ষ্টীলবডি ট্রলারের সংঘর্ষ হয়। এসময় মোশাররফ হোসেন ছিটকে নদীতে পড়ে নিখোঁজ হন। পরে ফায়ার সার্বিসের ডুবুড়ি দল এসে তার ডুবন্ত লাশ উদ্ধার করে।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই তার মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মাজহারুল করিম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads