• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
লাকসামে তেলের মিলে অগ্নিকান্ড, দেড় কোটি টাকার ক্ষতি

লাকসামে ফারহানা অয়েল মিলে অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্ত মালামাল

ছবি : বাংলাদেশের খবর

দুর্ঘটনা

লাকসামে তেলের মিলে অগ্নিকান্ড, দেড় কোটি টাকার ক্ষতি

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ১০ অক্টোবর ২০১৯

কুমিল্লা লাকসামে গতকাল বুধবার রাতে পৌরশহরের পূর্ব লাকসাম মহাশশান সংলগ্ন ফরিদ সুপার মার্কেটের মেসার্স ফারহানা অয়েল মিলস্ পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার মধ্যরাতে নিকটস্থ বৈদ্যুতিক ট্রান্সফামার বিকট শব্দে বিষ্ফোরিত হলে সঞ্চালিত লাইনের মাধ্যমে ফারহানা অয়েল মিলে আগুন লেগে যায়। এতে মিলের ভিতরে থাকা তৈল ভর্তি টিন, তৈলের গানি, মেশিন-পত্র ও আসবাব-পত্রসহ মালামাল পুড়ে ছাই হয়। এতে ক্ষয়ক্ষতির পরিমান হয় আনুমানিক দেড় কোটি টাকা।

মিলের নৈশ্য প্রহরী আবু ছায়েদ ঘটনার সাথে সাথে ফায়ার সার্ভিসকে খরব দিলে লাকসাম ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফারহানা অয়েল মিলের মালিক সৈয়দ ফরিদ সিদ্দিকী বলেন, আগুনে তৈলের টিন, তৈলের গানি, মেশিন ও আসবাব-পত্রসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমান দেড় কোটি টাকা বলে তিনি জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads