• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
গুরুদাসপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিহত সুমি

প্রতিনিধির পাঠানো ছবি

দুর্ঘটনা

গুরুদাসপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ অক্টোবর ২০১৯

নাটোরের গুরুদাসপুরে পুকুরের পানিতে ডুবে সুমি খাতুন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আরেক শিশু তাছিনকে (৭) আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলার ধারাবারিষা ইউনিয়নের চরকাদহ কান্দিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু কৃষক জরিপের কনিষ্ঠ কন্যা। আহত তাছিন একই গ্রামের কৃষক আলহাজ প্রামাণিকের কন্যা। তারা দুজন স্থানীয় চরকাদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করছিলো সুমি ও তাছিন। খেলার সময় তারা পানিতে পড়ে যায়। প্রায় আধাঘন্টা খুঁজাখুঁজির পর স্থানীয়রা তাছিনকে আহত অবস্থায় উদ্ধার করলেও সুমিকে মৃত অবস্থায় পাওয়া যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads