• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ফেনীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

প্রতীকী ছবি

দুর্ঘটনা

ফেনীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

  • প্রকাশিত ১৬ অক্টোবর ২০১৯

ফেনী-মাইজদী সড়কে ট্রাক-সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষে একজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও তিনজন। মঙ্গলবার দিবাগত রাতে ফেনী সদর উপজেলার তেমুহনী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মো. মোশারফ হোসেন ফয়সাল (২০) দাগনভূঞাঁ উপজেলার মমারিজপুর এলাকার আরব আলী মিয়ার ছেলে। সে ফেনীর লালপুল এলাকার একটি বেসরকারী কোম্পানীতে চাকরি করতো। কাজ শেষে বাড়ি ফিরছিলেন তিনি।

স্থানীয়রা জানিয়েছে, সিএনজি অটোরিক্সাটি মহিপাল থেকে দাগনভূঞাঁর দিকে যাচ্ছিলো। আর ট্রাকটি নোয়াখালীর দিক থেকে ফেনী আসছিলো। সড়কের তেমুহনী এলাকায় গেলে  ট্রাক- সিএনজি অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় গুরতর আহত হয় নোয়াখালীর চর এলাহী এলাকার নুর নবীর ছেলে মো. সুমন, সিএনজি অটোরিক্সার চালক মো. মহসিন ও দাগনভূঞাঁ উপজেলার উদরাজপুর এলাকার নাসির উদ্দিন। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মৃতদেহটি ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ফেনী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. শহিদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেনী সদর প্রতিনিধি

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads