• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
বরিশালে ট্রাক-মাহিন্দ্রা সংঘর্ষে প্রাণ গেল মা-ছেলের

সংগৃহীত ছবি

দুর্ঘটনা

বরিশালে ট্রাক-মাহিন্দ্রা সংঘর্ষে প্রাণ গেল মা-ছেলের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৯ অক্টোবর ২০১৯

বরিশালে নগরীর সাগরদি আলিয়া মাদরাসা সংলগ্নে ট্রাকের সঙ্গে তিন চাকার যানের (মাহিন্দ্রা) সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন।  এতে আহত হয়েছেন চারজন।

আজ শনিবার দুপুর ১টার দিকে পটুয়াখালী-বরিশাল-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার শ্রীরামকাঠি গ্রামের দেলোয়ারা বেগম (৬০) ও তার ছেলে শিপন (৩৫)।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে একটি মাহিন্দ্রা রুপাতলী বাস টার্মিনালের দিকে যাচ্ছিল। এ সময় অ্যাংকর সিমেন্ট কোম্পানির একটি ট্রাক বিপরীত দিক থেকে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মা দেলোয়ারা বেগম নিহত হন। হাসপাতালে নেয়ার পর তার ছেলে শিপনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

দুর্ঘটনায় তিন চাকার যানের আরও চার যাত্রী গুরুতর আহত হয়। তাদেরকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের স্বজনরা জানান, চিকিৎসক দেখানোর জন্য বরিশালে গিয়েছিলেন তারা, ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ট্রাক ও চালকের সহকারীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads