• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
কালিয়াকৈরে আগুনে পুড়ে গেছে ২টি বাড়ির ১৫ কক্ষ

আগুনে পুড়ে যাওয়া ঘর

প্রতিনিধির পাঠানো ছবি

দুর্ঘটনা

কালিয়াকৈরে আগুনে পুড়ে গেছে ২টি বাড়ির ১৫ কক্ষ

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০৪ ডিসেম্বর ২০১৯

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় ভয়াবহ আগুনে ২টি বাড়ীর ১৫টি কক্ষ পুড়ে গেছে।

আজ বুধবার দুপুরে উপজেলার পৌরসভার পূর্বচান্দরা বোর্ডমিল এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ক্ষতিগ্রস্থ ও স্থানীয় এবং ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৈদ্যুতিক সর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে, প্রথমে জুয়েলের বাড়িতে আগুনে সৃষ্টি হয়,পরে আগুনের লেলিহীন শিখায় আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে।এলাকাবাসি ফায়ার সার্ভিসকে খবর দেয় কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এবং স্থানীয় ব্লুভিশন পোশাক কারখানা কৃর্তপক্ষ যৌথ উদ্দ্যোগে প্রায় ৪০মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন আনতে সক্ষম হয়। আগুন নিবাতে গিয়ে ৩-৪ জন আহত হয়েছে,আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে প্রথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে কালিয়াকৈর পৌর মেয়র মজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এসময় পৌর মেয়র আগুনে পুড়ে ক্ষতিগস্থ ভাড়াটেদের মোট ১৮ হাজার টাকা অনুদান দেন। জুয়েলের বাড়ির ৮টি কক্ষ এবং কালিয়াকৈর পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার হোসেন আকুলের বাড়ির ৭টি কক্ষ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। কক্ষে থাকা ভাড়াটিয়াদের আলমাড়ি, টেলিভিশন,ফিজ,খাটসহ ভিবিন্ন গুরুত্বপূর্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস কর্মকর্তা কবিরুল আলম জানান,বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সূত্রপাত সৃষ্টি হতেপারে,তবে অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২লক্ষা টাকা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads