• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
মেঘনায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, নিখোঁজ ১৫ 

ছবি: বাংলাদেশের খবর

দুর্ঘটনা

মেঘনায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, নিখোঁজ ১৫ 

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ ডিসেম্বর ২০১৯

নারায়ণগঞ্জের চরকিশোরগঞ্জ এলাকার মেঘনা নদীতে ঢাকা থেকে চাঁদপুরগামী বোগদাদিয়া-১৩ ও  শরীয়তপুর থেকে ঢাকাগামী মানিক-৪ লঞ্চের সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় ১৫ জন লঞ্চ যাত্রী নিখোঁজ থাকতে পারে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ীর ইনচার্জ কর্মকর্তা মো. মোস্তাফিক। 

শুক্রবার দিবাগত রাত ১টায় মেঘনা নদীতে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। 

কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ীর ইনচার্জ কর্মকর্তা মোস্তাফিক জানান, আনুমানিক রাত ১টার দিকে নারায়ণগঞ্জ অংশের মেঘনা নদীতে দুইটি লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একজন যাত্রী নিহত হয়েছে এবং ১৫ জন যাত্রী নিখোঁজ আছে বলে শুনেছি। ঘটনাস্থলে কুয়াশা কেটে গেলে নৌ-পুলিশ সদস্যরা উদ্ধার অভিযানে যাবে। নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি। ঘটনার পর দ্রুত দুইটি লঞ্চ গন্তব্যে চলে যাওয়ায় আটক করা যায়নি।

বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads