• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
নরসিংদী জেলা হাসপাতালের গোডাউনে আগুন

ছবি: বাংলাদেশের খবর

দুর্ঘটনা

নরসিংদী জেলা হাসপাতালের গোডাউনে আগুন

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ ডিসেম্বর ২০১৯

নরসিংদী জেলা হাসপাতালের একটি পরিত্যক্ত গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতাল চত্বরে মেডিক্যাল এসোসিয়েসনের পাশে এ ঘটনা ঘটে।

প্রায় এক ঘন্টার চেষ্টায় নরসিংদী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে।

জেলা হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকালে নরসিংদী একশত শয্যা জেলা হাসপাতালের উচ্ছিষ্ট মালামাল ধ্বংস করার জন্য মেডিক্যাল এসোসিয়েসনের পাশে একটি পরিত্যক্ত গোডাউনে সামনের খালি জায়গায় পোড়ানো হচ্ছিল। এর মধ্যে আগুনের ফুলিঙ্গ পরিত্যক্ত গোডাউনে ভেতরে চলে যায়। পরে সেখানে থাকা পুরাতন বেড ও অন্যান্য জিনিসের মধ্যে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নরসিংদী দমকল বাহিনীর চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন।

নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মিজানুর রহমান বলেন, সকালে হাসপাতালের উচ্ছিষ্ট মালামাল ধ্বংস করার জন্য পোড়ানো হচ্ছিল। এর মধ্যে আগুনের একটি ফুলিঙ্গ পরিত্যক্ত গোডাউনে ভেতরে চলে গিয়ে আগুন লেগে যায়। গোডাউনে সবই পরিত্যক্ত মালামাল ছিল। আর হাসপাতালের সব রোগীই নিরাপদে আছেন।

নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনচার্জ শাহিন আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করি।পানি স্বল্পতার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। তবে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads