• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
মেঘনায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

মেঘনায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে নিখোঁজ হওয়াদের উদ্ধার কাজে ব্যস্ত ডুবুরি দল

প্রতিনিধির পাঠানো ছবি

দুর্ঘটনা

মেঘনায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আহত ৮

  • সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ ডিসেম্বর ২০১৯

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চরকিশোরগঞ্জ এলাকার মেঘনা-ধলেশ্বরী-শীতলক্ষ্যা নদীর মোহনায় গতকাল শুক্রবার দিবাগত রাতে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ৮ জন আহত হয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলাবাহিনী ও নৌবাহিনীর ডুবুরি দল তল্লাশি চালাচ্ছে। আজ দুপুর ১টা পর্যন্ত নিখোঁজ কাউকে পাওয়া যায়নি। অপরদিকে কেউ নিখোঁজ রয়েছে এমন দাবি নিয়ে ঘটনাস্থলে আসেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘনকুয়াশার কারণে দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিল। সংঘর্ষের পর উচ্চ শব্দে যাত্রীরা ঘুম থেকে জেগে ওঠে। এসময় পুরো লঞ্চে গণকান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। কেউ নিখোঁজ রয়েছে কিনা তবে ধাক্কাধাক্কি’র কারণে কমপক্ষে ৭ জন আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুর রহমান খান জানান, সকাল থেকে আমরা নদীতে অবস্থান করছি। এখন পর্যন্ত নিখোঁজ কাউকে পাওয়া যায়নি। তাছাড়া কেউ নিখোঁজ রয়েছে এমন দাবি নিয়ে ঘটনাস্থলে আসেননি। তবুও আমরা তল্লাশি চালাচ্ছি।

উল্লেখ্য, গতকাল শুক্রবার দিবাগত রাত ১টায় ঢাকা থেকে চাঁদপুরগামী বোগদাদিয়া-১৩ ও শরীয়তপুর থেকে ঢাকাগামী লঞ্চ মানিক চাঁদ-৪ এর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের চরকিশোরগঞ্জ এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রাপুর এলাকায় মৃত আব্দুল হাইয়ের ছেলে হুমায়ন কবির (৩৫) নামের একজন নিহত হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads