• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রীর মৃত্যু

ফাইল ছবি

দুর্ঘটনা

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রীর মৃত্যু

  • কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ ডিসেম্বর ২০১৯

গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রী তামান্না আক্তার (১৯) মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার আড়িখোলা রেলওয়ে স্টেশনের অদূরে ঢাকা-চট্টগ্রাম রেলরোটের মুনশুরপুর (টেকপাড়া) নামক স্থানে এ ঘটনা ঘটে।

মৃত্যুর বিয়ষটি নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শাহ আলম।

নিহত কলেজ ছাত্রী কালীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড চৌড়া (ফকির বাড়ী) গ্রামের আইয়ূব আলীর মেয়ে। তিনি কালীগঞ্জ মহিলা কলেজে ১ম বর্ষের ছাত্রী ছিলেন।

এএসআই শাহ আলম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সকালে কলেজে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় চট্টগ্রামগামী আন্তঃনগর (সোনার বাংলা) ট্রেনের নিচে পড়ে এ দূর্ঘটনা ঘটে। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।

এদিকে, নিহতের পরিবারকে লাশ দাফনের জন্য ১৫ হাজার টাকা অনুদান দিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং কালীগঞ্জ মহিলা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads