• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
দক্ষিণ কেরানীগঞ্জে আগুনে দোকান মালিকের মৃত্যু

প্রতিনিধির পাঠানো ছবি

দুর্ঘটনা

দক্ষিণ কেরানীগঞ্জে আগুনে দোকান মালিকের মৃত্যু

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১০ ডিসেম্বর ২০১৯

দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি তুলার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. মহিউদ্দিন মহি (৫৫)। তিনি দোকানটির মালিক। হাসনাবাদ এলাকারই বাসিন্দা ছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে দোকানটিতে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আরও তিনটি দোকান পুড়ে যায়। অগ্নিকান্ডের সময় পাশের একটি হার্ডওয়্যারের দোকানে বিস্ফোরণ ঘটে। দোকানটিতে বেশ কয়েকটি গ্যাসের সিলিন্ডার ছিল। এ সময় চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। তুলার দোকানের মালিক ঘটনাস্থলেই মারা যান। এতে এলাকাবাসী প্রথমে আগুন নিভানোর চেষ্টা করেন। কিন্তু তারা ব্যার্থ হয়ে কোনাখোলা, পোস্তগোলা, ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে ৫টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রন আনে। ঢাকার হেড অফিস ১টি, পোস্তাগোলা ২টি, কেরানীগঞ্জ উপজেলা কোনাখোলার ১টি ,বসুন্ধারা ১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এ সময় উৎসুক জনতার ভীড়জমে, আগুন নিভানো কাজে দক্ষিন থানার উপ-পুলিশ পরিদর্শক নাজমুলের নেতৃত্বে পুলিশ ,এলাকাবাসী আগুন নিবানো কাজে সহযোগিতা করেন ।

পোস্তাগোলা ফায়ার স্টেশন উপসহকারী পরিচালক নজমুজ্জামান জানান পৌনে ১টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের ফুলকি তুলায় পড়লে আগুনের সূত্রপাত হয় সেই আগুনে আরো ৩টি দোকানে আগুন লাগে আমরা ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রন করি এসময় বসুন্ধরা ফায়ার সার্ভিসের ১টি ইউনিট আমাদের সাথে আগুন নিয়ন্ত্রনে কাজ করেছে । কি পরিমান ক্ষতি হয়েছে তদন্ত করে পরে জানানো হবে ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads