• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
কলমাকান্দায় লড়ি-অটোরিকশার সংঘর্ষে নিহত ২ 

প্রতিনিধির পাঠানো ছবি

দুর্ঘটনা

কলমাকান্দায় লড়ি-অটোরিকশার সংঘর্ষে নিহত ২ 

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ ডিসেম্বর ২০১৯

নেত্রকোনার কলমাকান্দায় লড়ি-অটোরিকশার সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন দুই জন। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে কলমাকান্দা-দূর্গাপুর সড়কের বাদে আমতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দুর্গাপুর উপজেলার চন্ডিগর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের তমিজ উদ্দিনের ছেলে জামাল মুন্সি (৫৮),কলমাকন্দার নাজিরপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের লোকমান ভূইয়ার ছেলে কাইয়ুম (৫৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কলমাকান্দার নাজিরপুর বাজার হতে যাত্রী নিয়ে একটি অটোরিকশা কলমাকান্দা সদরে আসছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি পাথর ভর্তি লড়ি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জন মারা যান। আর দুই জন আহত হন। খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। অপর দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে । ঘটনাস্থল থেকে পাথর ভর্তি লড়ি ও অটোরিকশা জব্দ করে হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। 

তিনি বলেন, লড়ি চালক জাকিরকে আটকের চেষ্টা চলছে। নিহতদের পরিবারের অভিযোগ করলে থানায় মামলা করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads