• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ২১ কক্ষ পুড়ে ছাই

কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা

প্রতিনিধির পাঠানো ছবি

দুর্ঘটনা

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ২১ কক্ষ পুড়ে ছাই

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১২ জানুয়ারি ২০২০

গাজীপুরের কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকান্ডে ২১কক্ষ পুড়ে ছাই হয়েছে। 

আজ রবিবার ১টা ৩০ মিনিটে কালিয়াকৈর পৌরসভার পূর্বচান্দরা ছাপড়া মসজিদ এলাকা এ অগ্নিকানণ্ড ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, কালিয়াকৈর পূর্বচান্দরা ছাপড়া মসজিদ এলাকায় পরেশ বরর্মনের বাড়িতে গ্যাস সিলিন্ডার লিকআউট হয়ে প্রথমে আগুনের সূত্রপাতের সৃষ্টি হয়।পরে আগুন চারিদিকে ছড়িয়ে পরলে।স্থানীয়রা ফায়ার সার্ভিস খবর দেয় , ফায়ার সাভির্সের ২ ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ১ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আসে। পাশের বাড়ির অন্য বরর্মনের ৫টি এবং পরেশ বরর্মনের ১৬টি মোট ২১ কক্ষ পুড়ে ছাই। এ সময় বাড়ির ভাড়াটিয়াদের কক্ষে থাকা প্রয়োজনীয় কাগজ, আসবাবপত্র,ফ্রিজ,টেলিভিশনসহ শীতবস্ত্র পুড়ে ছাই হয়।

বিকেলে অগ্নিকাণ্ডে ক্ষতিগস্ত পরিবারকে দেখতে আসেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন,প্রকল্প কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পৌর আওয়ামী লীগের সাবেক আহবায়ক বীর মুক্তিযুদ্ধা আব্দুল ওহাব মিয়া, নব নির্বাচিত সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল, পূর্বচান্দরা বাজার ব্যবসায়ী সভাপতি আবু সাঈদ প্রমুখ।পরে উপজেলা প্রসাশনের পক্ষ থেকে আগুনে ক্ষতিগস্ত ২১টি পরিবারকে ২টি করে শীতের কম্বল এবং ৩০কেজি করে চাউল, পৌরসভার থেকে আর্থিক সহযোগিতা,পৌর সভাপতি ২১ হাজার টাকা,বাজার ব্যবসায়ী সভাপতি আবু সাঈদ ২১ হাজার টাকা প্রধান করেন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস কর্মকর্তা কবিরুল আলম বলেন,অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমান এখনই নিরোপ করা সম্বব হয়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads