• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
শিবালয়ে ‘মেগা ফিড’ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

শিবালয়ে মেগা ফিড কারখানায় অগ্নিকাণ্ডের দৃশ্য

প্রতিনিধির পাঠানো ছবি

দুর্ঘটনা

শিবালয়ে ‘মেগা ফিড’ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

  • শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ জানুয়ারি ২০২০

শিবালয় উপজেলার উথলী-পাটুরিয়া সংযোগ সড়কের পাশর্^বর্তী মাছ-মুরগির খাদ্য প্রস্তুতকারী ‘মেগা ফিড’ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়।

কারখানার সহকারী ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার আসলাম হোসেন জানান, কারখানার ১ নম্বর গুদামের পশ্চিম দিকের শেডে আগুনের সূত্রপাত ঘটে। এতে, পলিথিনের বস্তা ও তৈরীকৃত মাছের খাদ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লাগার কারণ তাৎক্ষনিকভাবে জানা যায়নি। কারখানার নিজস্ব ব্যবস্থাপনা ও শিবালয়, ঘিওর, মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় সোয়া ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

উপজেলা চেয়ারম্যান রেজাউর রহমান খান জানু, ইউএনও এএফএম ফিরোজ মাহমুদ, ওসি মিজানুর রহমান, আ’লীগ সাধারণ সম্পাদক এমএ কুদ্দুসসহ বিভিন্ন কর্মকর্তা, দলীয় নের্তৃবৃন্দ ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে সহয়তা করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads