• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
রংপুরে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

প্রতীকী ছবি

দুর্ঘটনা

রংপুরে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৫ জানুয়ারি ২০২০

রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। আজ বুধবার সকাল ৭টার দিকে উপজেলার বাছুরবান্ধা এলাকায় রংপুর-সৈয়দপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

নিহতদের মধ্যে অ্যাম্বুলেন্স চালক রুবেলের নাম জানা গেছে। বাকি দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ডিপজল পরিবহনের একটি নৈশকোচ সৈয়দপুর যাচ্ছিল। বাসটি বাছুরবান্ধা এলাকায় পৌঁছালে সৈয়দপুর থেকে রোগী নিয়ে আসা রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালকসহ দুইজন মারা যান।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত তিনজনকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান আম্বুলেন্সের আরো এক যাত্রী। নৈশকোচটি আটক করা হলেও চালক ও সহকারীকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads