• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
কালিয়াকৈরে বাস চাপায় গার্মেন্টস শ্রমিকের মৃত্যু

নিহত গার্মেন্টস শ্রমিক আনছার আলীর মরদেহ

প্রতিনিধির পাঠানো ছবি

দুর্ঘটনা

কালিয়াকৈরে বাস চাপায় গার্মেন্টস শ্রমিকের মৃত্যু

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ জানুয়ারি ২০২০

গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে আনছার আলী (৪২) নামে এক গার্মেন্টস শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার পল্লীবিদ্যুৎ নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত আনছার আলী রংপুর সদর থানার বালিরচালা গ্রামের শাহাদত হোসেনের পুত্র। সে স্থানীয় ইন্টার স্টফ আ্যাপারেল লিমিটেড গার্মেন্টসে জুনিয়র প্রশাসনিক কর্মকর্তা হিসাবে কর্মরত ছিল।

জানা যায়, বুধবার সকালে ডিউটি শেষে বাসায় ফেরার পথে উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় ,পেছন দিক থেকে আসা অজ্ঞাত নম্বরের একটি যাত্রীবাহীবাসের চাকায় পিষ্ট হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়।

সালনা কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি মো. মজিবুর রহমান জানায়, ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় একটি গাড়ী তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads