• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
হবিগঞ্জে বাস খাদে পড়ে নারীসহ নিহত ৩

সংগৃহীত ছবি

দুর্ঘটনা

হবিগঞ্জে বাস খাদে পড়ে নারীসহ নিহত ৩

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৪ জানুয়ারি ২০২০

হবিগঞ্জের বাহুবলে পাহাড়ি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে দুই নারী যাত্রী ও চালকের সহকারী নিহত হয়েছেন। সেই সাথে আহত হয়েছেন আরও ২৫ জন।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কামাইছড়া এলাকায় পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাসচালকের সহকারী সদর উপজেলার মড়ুরা গ্রামের আবু সাঈদ (৩০) এবং যাত্রী একই উপজেলার দৌলতপুর গ্রামের ইসলাম উদ্দিনের মেয়ে কমলা বেগম (৩৫) ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের রিতা দেবনাথ (২৮)।

স্থানীয়রা জানান, শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জগামী যাত্রীবাহী বাসটি (হবিগঞ্জ-ব০৫-০০৩১) কামাইছড়া এলাকায় পৌঁছে বাঁক নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে রশিদপুর গ্যাস ফিল্ডের ক্রেন দিয়ে বাসটি সরানো হলে তিনজনের লাশ পাওয়া যায়। সেই সাথে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে খবর পেয়ে বাহুবল মডেল থানা ও সাতগাঁও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে যান চলাচল স্বাভাবিক করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads