• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
চকরিয়ায় যাত্রীবাহি বাস খাদে, নিহত চার

উল্টে যাওয়া স্টার লাইন পরিবহনের যাত্রীবাহি বাস

প্রতিনিধির পাঠানো ছবি

দুর্ঘটনা

চকরিয়ায় যাত্রীবাহি বাস খাদে, নিহত চার

  • চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ ফেব্রুয়ারি ২০২০

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া স্টেশনে ঢাকাগামী স্টার লাইন পরিবহনের যাত্রীবাহি একটি বাস খাদে উল্টে পড়ে ঘটনাস্থলে ৪ যাত্রী নিহত ও অন্তত ২৫ যাত্রী কমবেশি আহত হয়েছে।

গতকাল শুক্রবার রাত দশটার দিকে ঘটেছে মর্মান্তিক এ দুর্ঘটনা ।

সড়ক দূর্ঘটনায় নিহতরা হলেন, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর এলাকার নুরুল আবছারের ছেলে সাজেদ উল্লাহ (২৬), নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার পশ্চিম সোনাদিয়া চৌরাস্তা বাজার আজহার মাষ্টার বাড়ির মোহাম্মদ আলীর স্ত্রী ঝর্ণা বেগম (৩৫), একই জেলার সোনাইমুড়ি থানার অম্বর নগর এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে আবু সুফিয়ান (৩৮) ও বেগমগঞ্জ উপজেলার আলাইয়্যাপুর এলাকার মো. জাকির হোসেনের ছেলে মনিরুজ্জমান (২৮)।

এছাড়া আহতরা হলেন, কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের বাংলাবাজার এলাকার মৃত আব্দুস শুক্কুরের ছেলে দেলোয়ার হোসেন (৩২), ফেনী জেলার লক্ষীপুর এলাকার সৈয়দ সানাউল্লাহ’র ছেলে তানভীর (২৬), নোয়াখালী জেলার হাতিয়া এলাকার শাখাওয়াত হোসেনের ছেলে আমির হোসেন (২৯), কক্সবাজার পৌরসভার ঝাউতলা এলাকার মোহাম্মদ আলীর ছেলে ছিদ্দিক আহামদ (২১) ও শিশুকন্যা সুমাইয়্যা আক্তার (৯), নোয়াখালী জেলার দক্ষিণ হাতিয়া এলাকার ছিদ্দিক আহামদের মেয়ে সুমি আক্তার (১৮), চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলঅকার মৃত আবুল বশরের ছেলে আবদুল করিম (৪৮), ময়মনসিংহ সদর এলাকার লুৎফুর রহমানের মেয়ে কাউসার জন্নাত (২০), চট্টগ্রামের লক্ষীপুর উপজেলার নুরুল ইসলামের ছেলে সেজায়েত উল্লাহ (৫০), চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আব্দুল মতলবের ছেলে মো. জহির (৩০), বরিশালের ভোলা লালমোহন এলাকার মৃত ইসহাক মিয়ার ছেলে ফিরোজ আহামদ (৫০), চট্টগ্রামের ফেনী এলাকার সোলতান আহামদের ছেলে জাহাঙ্গীর আহমদ (৪০), চট্টগ্রামের নোয়াখালী উপজেলার মহসিন উদ্দিন (৬০) ও কুমিল্লা এলাকার নুরুল হকের ছেলে শাহাদত হোসেন (২৬)। তাদেরকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চকরিয়া জমজম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, শুক্রবার রাত আনুমানিক দশটার দিকে কক্সবাজার থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিলেন স্টার লাইন পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-২৩৪৩) একটি যাত্রীবাহি বাস। এসময় বাসটি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া স্টেশনের অদুরে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে ৪ যাত্রী নিহত ও অন্তত ২৫ যাত্রী কমবেশি আহত হয়েছে।

ঘটনার পর পর চকরিয়া বানিয়ার ছড়া হাইওয়ে, চকরিয়া থানা ও চকরিয়া দমকল বাহিনী রাতে নিহত ও আহতদের উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও লাশের স্বজনদের সাথে যোগাযোগ করেন। আজ শনিবার (০৮ ফেব্রুয়ারি) সকালে চিরিংগা হাইওয়ে পুলিশ নিহত চার জনের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. আনিসুর রহমান বলেন, দূর্ঘটনার পরপরই চিরিংগা হাইওয়ে পুলিশ, চকরিয়া ফায়ার সার্ভিসের লোকজন ও হারবাং ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ ও নিহতদের উদ্ধার করে চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। তিনি আরও বলেন, দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা ৪জন যাত্রীর নাম পরিচয় প্রথমে জানা না গেলেও পরে জানা গেছে। গতকাল শনিবার সকালে লাশ সনাক্তের পর নিহতদের পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে মানবিকদিক বিবেচনা করে এবং উর্ধতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে ময়না তদন্ত ছাড়াই তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দূর্ঘটনা কবলিত বাসটি জব্দ করে ফাড়িতে রাখা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads