• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
কাপ্তাই লেকে পর্যটকবাহী নৌকাডুবি: নিহত ৫, নিখোঁজ কয়েকজন

সংগৃহীত ছবি

দুর্ঘটনা

কাপ্তাই লেকে পর্যটকবাহী নৌকাডুবি: নিহত ৫, নিখোঁজ কয়েকজন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৪ ফেব্রুয়ারি ২০২০

কাপ্তাই লেকে পৃথক দু'টি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ৫ পর্যটক নিহত এবং কয়েকজন পর্যটক নিখোঁজ রয়েছেন।

আজ শুক্রবার রাঙামাটিতে আলাদা দু'টি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, শুক্রবার সকালে চট্টগ্রামের বন্দরটিলা থেকে একদল পর্যটক লেকে বেড়াতে আসেন। একটি ইঞ্জিনচালিত নৌকায় শুভলং যাওয়ার পথে ডিসি বাংলো এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

কাপ্তাই লেকে নৌকাডুবিতে নিহতদের এখনো নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, জেলার কাপ্তাই উপজেলার কয়লার ডিপো সংলগ্ন কর্ণফুলী নদীতে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) একটি পিকনিক বোট ডুবে গেছে। তাৎক্ষণিকভাবে পিকনিক বোট থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে উদ্ধার করা হলেও এখনো তিনজন নিখোঁজ রয়েছেন। এরা হলেন, বিনয় (০৫), টুম্পা মজুমদার (৩০) ও দেবলীলা (১০)। নিখোঁজদের উদ্ধারে স্থানীয় প্রশাসন কাজ করছে।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ জানিয়েছেন, রাঙামাটির কাপ্তাই হ্রদে ইঞ্জিনচালিত নৌকা ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া কাপ্তাইয়ে পৃথক নৌকা ডুবির ঘটনায় তিনজন নিখোঁজের খবর জেনেছি। তবে, নিহতদের কারও নাম-পরিচয় এখনো জানা যায়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads