• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
পীরগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ৯টি ঘর পুড়ে ছাই

ছবি : বাংলাদেশের খবর

দুর্ঘটনা

পীরগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ৯টি ঘর পুড়ে ছাই

  • পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২২ মার্চ ২০২০

রংপুরের পীরগঞ্জের শানেরহাটে ভয়াবহ অগ্নিকান্ড ৯ টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গতকাল শনিবার দিবাগত রাতে শানেরহাট ইউনিয়নের শানেরহাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ব্যবসায়ী নায়েব আলী খাজার ডেকোরেটরের দোকানসহ ৫ টি, বাবলু মন্ডলের ২ টি দোকানঘর এবং নিরঞ্জন চন্দ্র মহন্ত মতির ২ দোকান ঘরসহ মোট ৭টি বাড়ি ও দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, বিদ্যুতের শর্টসার্কিটের থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস জানান। প্রাথমিক ভাবে জানাগেছে ক্ষয়-ক্ষতির পরিমাণ আনুমানিক ২৫ লক্ষ টাকা।


ক্ষতিগ্রস্থ বাড়ি পরিদর্শন করছেন পীরগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা বেগম রিনা, উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম এ মমিন ও উপজেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা মিজানুর রহমান, শানেরহাট ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মন্টু ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারকে তাৎক্ষনিক নগদ অর্থ ও ঢেউটিন প্রদান করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads