• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
শ্রীপুরে স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

শ্রীপুরে স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

প্রতিনিধির পাঠানো ছবি

দুর্ঘটনা

শ্রীপুরে স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ মার্চ ২০২০

গাজীপুরের শ্রীপুরের শ্রীপুরে একটি স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ দুপুর দেড়টার দিকে তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে জমজম স্পিনিং মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত এখনো জানাতে পারেনি দমকলবাহিনী। 

স্থানীয়রা জানান  আজ বুধবার দুপুরের দিকে হঠাৎ কারখানাটিতে আগুন লাগে। আগুন লাগার খবর তাৎক্ষণিক শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উপস্থিত হয়। পরে বিভিন্ন স্থান থেকে আরো ৬ টি ইউনিট অগ্নিকাণ্ডস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। তারা জানান এ কারখানাটিতে প্রচুর  পরিমানে তুলার মজুদ থাকায় সেখানে আগুন নেভাতে যথেষ্ট সময় লাগছে ফায়ার সার্ভিসের। এ ঘটনায় কারখানার কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, এখনো দমকল বাহিনী আগুন নেভানোর কাজ করছে। আগুন কিছুটা নিয়ন্ত্রনে আসছে। আরো সময় লাগবে পুরো নিয়ন্ত্রণ আনতে। তিনি বলেন আগুনের সূত্রপাত এখনো নির্নয় করা যায়নি। তবে কোনো হতাহতের কোনো ঘটনা নেই বলে এ কর্মকর্তা নিশ্চত করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads