• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
শৈলকুপায় রান্নাঘরে আগুন লেগে গৃহবধূর মৃত্যু

প্রতিনিধির পাঠানো ছবি

দুর্ঘটনা

শৈলকুপায় রান্নাঘরে আগুন লেগে গৃহবধূর মৃত্যু

  • ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ মার্চ ২০২০

ঝিনাইদহের শৈলকুপায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে টুকটুকি খাতুন (২৫) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া এসময় দগ্ধ হয়েছেন আরও দু’জন। আহতরা হলেন, মৃত গৃহবধূর মা শিউলি বেগম ও চাচা শ্বশুর চনের উদ্দিন।

মঙ্গলবার(৩১ মার্চ) দুপুরে উপজেলার নাকোইল গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধূ ওই গ্রামের স্বপন জোয়াদ্দারের স্ত্রী।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গৃহবধূ টুকটুকি প্রেসারকুকারে রান্না করতে যায়। এসময় পাশে থাকা বৈদ্যুতিক তার, রোদের তাপে গলে নেগেটিভ পজেটিভ এক হয়ে রান্নাঘরে আগুন লেগে যায়। তা নেভাতে গিয়ে আগুনে পুড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়।

এ বিষয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মকর্তা দিলীপ কুমার জানান, মঙ্গলবার দুপুরে শৈলকুপা উপজেলার নাকোইল গ্রামে আগুন লেগেছে এমন খবরে ঘটনাস্থলে গিয়ে আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। আগুন ভস্মীভূত হয়েছে বসতভিটা ও রান্নাঘরে থাকা প্রয়োজনীয় সামগ্রী।

তিনি আরো জানান, আগুনের প্রাথমিক সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়েছে। এঘটনায় আনুমানিক দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads