• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
লালপুরে এক ভ্যান চালকের বাড়িতে আগুন, গৃহবধু দগ্ধ

প্রতিনিধির পাঠানো ছবি

দুর্ঘটনা

লালপুরে এক ভ্যান চালকের বাড়িতে আগুন, গৃহবধু দগ্ধ

  • লালপুর (নাটোর) প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ মার্চ ২০২০

নাটোরের লালপুরে অগ্নিকাণ্ডে খোয়াজ মন্ডল নামের এক ভ্যান চালকের বসতবাড়ির চারটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় গৃহবধু রুনি বেগম ও দুটি ছাগল দগ্ধ হয়েছে। আহত রুনি বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার (১.৩০টার) দিকে উপজেলার এবি ইউনিয়নের বামনগ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরিবারের লোকজন জানান, রাত দেড়টার দিকে হটাৎ ঘরে আগুন জ্বলতে দেখে চিৎকার করতে থাকলে এলাকাবাসি এগিয়ে এসে আগুন নিভাতে থাকে। গৃহবধু রুনি ছাগলের ঘর থেকে ছাগল বের করতে গিয়ে আগুনে দগ্ধ হয়।

খবর পেয়ে লালপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু ততক্ষনে খোয়াজ মন্ডলের চারটি ঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। দগ্ধ রুনি বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তবে কিভাবে আগুনের সূত্রপাত ঘটে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণ‍া করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads