• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
আশুলিয়ায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে রিকশা চালক নিহত

নিহত রিকশা চালক সাব্বির হোসেন

প্রতিনিধির পাঠানো ছবি

দুর্ঘটনা

আশুলিয়ায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে রিকশা চালক নিহত

  • আশুলিয়া প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ এপ্রিল ২০২০

আশুলিয়ায় নির্মাণাধীন ৫ তলা ভবনের ৪ তলার দেয়াল ধসে পড়ে সাব্বির হোসেন (২০ ) নামে এক রিকশা চালককে চাপা দেয়। এতে ওই রিকশা চালক ঘটনাস্থলে মারা যায়। নিহতের মরদেহ উদ্ধার করেছে  পুলিশ।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট এলাকার অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার গিয়াস উদ্দিনের নির্মানাধীন বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত সাব্বির হোসেন শেরপুর জেলার সদর থানার সামির উদ্দিনের ছেলে, সে বর্তমানে পশ্চিম ডেন্ডাবর এলাকায় ভাড়া বাসায় থেকে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতো বলে জানা যায়।  

এ বিষয়ে আশুলিয়া থানার এস আই মো. রকিবুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, আজ দুপুরে ঝড়ের সময় ওই ভবনের নিচে যাত্রীর জন্য অপেক্ষায় বসে থাকা রিকশা চালকের উপর নির্মাণাধীন পাঁচ তলা ভবন থেকে দেয়াল ধসে পরে। এ সময় রিকশা চালক সাব্বির হোসেন ঘটনাস্থলেই মারা যান।

এই ঘটনার পর থেকে নির্মাণাধীন বাড়ির মালিকসহ তার পরিবারে সব লোকজন পলাতক রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads