• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
কেরানীগঞ্জে ৪ তলা বাড়িতে হঠাৎ বিষ্ফোরণ,  আহত ৭

ছবি : বাংলাদেশের খবর

দুর্ঘটনা

কেরানীগঞ্জে ৪ তলা বাড়িতে হঠাৎ বিষ্ফোরণ, আহত ৭

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ এপ্রিল ২০২০

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে শুভাঢ্যা উত্তরপাড়া এলাকায় হাজী আবুল হোসেনের বাড়ির চার তলায় বিকট শব্দে বিষ্ফোরণের ঘটনা ঘটেছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে। এতে ৭ জন আহত হয়েছে। আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এলাকাবাসীদের সাথে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার সেহেরী খেয়ে সবাই যার যার মতো ফজরের নামাজের প্রস্তুতি নিচ্ছিলো। এ সময় হঠাৎ আবুল হোসেনের বাড়ির চারতলায় বিকট বিষ্ফোরণ ঘটে। এতে তার বাড়ির চার তলার দুটি ইউনিটের সব কিছু ভেঙে ছরিয়ে ছিটিয়ে আশে পাশের বেশ কিছু বাড়িতে গিয়ে পরে। আশে পাশের প্রায় ৮-১০টি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়। ৪ তলায় ২টি ইউনিটে ২টি পরিবার বসবাস করতো। দুর্ঘটনায় অন্তত ৭/৮ জন আহত হবার খবর পাওয়া যায়। আহতদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে কেরানীগঞ্জ ফায়ার ষ্টেশনের ইনচার্জ ফারুক আহমেদ এর সাথে কথা হলে তিনি জানান, বিষ্ফোরণের কোন কারণ জানা যায়নি। আমরা ঘটনার খবর পাওয়া সাথে সাথে ঘটনাস্থলে পৌছাই। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাই। ঘটনাস্থলে এলাকাবকাসি গ্যাস সিলিন্ডারের কথা বললেও আমরা গ্যাস সিলিন্ডার অক্ষত অবস্থায় পেয়েছি। সেখানে প্রশাসনের পক্ষ থেকে সিআইডি টিমকে খবর দেয়া হয়েছে, তারা এসে পরিক্ষা করার পর জানা যাবে কিসের বিষ্ফোরণ ঘটেছিল।

কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে উদ্ধার কাজে সহায়তা করেছে। এরপর বাড়িটি তালাবদ্ধ করে দিয়েছে যেন ঘটনাস্থল থেকে কেউ মালামাল সরাতে না পারে। পুলিশের বিষ্ফোরণ বিষয়ে বিশেষজ্ঞ টিমকে খবর দেয়া হয়েছে। তারা এসে তদন্ত সাপেক্ষে বলতে পারবে ঘটনাটি কি ঘটেছে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ জানান, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে দেখলাম ৪ তলার বাড়ির ১টা ইউনিটে কোন কারনে বিষ্ফোরণ ঘটেছে। এটা গ্যাস সিলেন্ডার থেকে না অন্য কিছু থেকে ঘটেছে তা বলা যাচ্ছে না। পুরো বিল্ডিং এর পিলার, দেয়াল ধ্বসে পড়েছে। আমরা উপজেলা ইঞ্জিনিয়ারের নেতৃত্বে ৫ সদস্যের একটা তদন্ত টিম গঠন করেছি। আপাতত ঐ বিল্ডিংটি খালি করে দিয়েছি বিল্ডিং এর সামনে একটি টিনসেট বস্তি আছে সেটাও খালি করে দিতে বলেছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads